মাত্র ২টি সেঞ্চুরি প্রয়োজন। সেটি হলেই টেস্ট ক্রিকেটে ১০০ ছক্কা পূর্ণ হতো নিউজিল্যান্ডের পেসার টিম সাউদির। দূর্ভাগ্যজনকভাবে তা হয়নি। সাদা জার্সিতে শেষবার ব্যাট হাতে নেমে সাউদি আউট হয়ে গেছেন মাত্র ২ রানে।
টেস্টে সর্বোচ্চ ছক্কা হাঁকানোর তালিকায় ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার ক্রিস গেইলের সঙ্গে যৌথভাবে চতুর্থ স্থানে আছেন সাউদি। তাদের আগে আছেন কেবল- ব্রেন্ডন ম্যাককালাম, বেন স্টোকস ও অ্যাডাম গিলক্রিস্ট।