রাজধানীর বাজারগুলোতে নতুন আলুর সরবরাহ বাড়তে শুরু করেছে। ফলে দামও কমছে। প্রথমদিকে নতুন আলু ৪০০ টাকা কেজি বিক্রি হলেও এখন ৬০-৭০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। তবে এখনো চড়া দামে বিক্রি হচ্ছে পুরোনো আলু। এক কেজি পুরোনো আলু ৭০ টাকার নিচে মিলছে না। তবে নতুন আলুর সরবরাহ বাড়ায় শিগগির দাম কমবে বলে মনে করছেন ব্যবসায়ীরা।
নতুন আলুর পাশাপাশি বাজারে ভরপুর শীতের সবজি। ফলে দামও কিছুটা কমেছে। কিছুদিন আগে সবজির দামে যে অস্বাভাবিক অস্বস্তি ছিল, তা এখন কিছুটা হলেও কমেছে। তবে সবজির বাজারে এখনো পুরোপুরি স্বস্তি ফেরেনি। এখন বেশ কয়েকটি সবজির কেজি ৮০-১০০ টাকা বিক্রি হচ্ছে।
সোমবার (১৬ ডিসেম্বর) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, বাজারে পুরোনো আলু থেকে নতুন আলুর সরবরাহ বেশি। ব্যবসায়ীরা ছোট নতুন আলু ৬০ টাকা কেজি বিক্রি করছেন। তবে বাছাই করা নতুন আলু বিক্রি হচ্ছে ৭০ টাকা কেজি। আর অল্প পরিসরে থাকা পুরোনো আলু বিক্রি হচ্ছে ৭০-৭৫ টাকা কেজি।
হাজীপাড়ার ব্যবসায়ী মো. মনির বলেন, বাজারে এখন পুরোনো আলু খুব একটা পাওয়া যাচ্ছে না। সরবরাহ কম থাকায় কিছুদিন আগে এক কেজি পুরোনো আলু ৮০ টাকা বিক্রি হয়েছে। আর নতুন আলু যখন উঠতে শুরু করে সেই সময় নতুন আলু ৪০০ টাকা কেজি বিক্রি হয়েছে। এখন বাজারে প্রচুর নতুন আলু আসছে। এ কারণে দামও কমেছে।