কিশোরগঞ্জের ভৈরবে কভার্ড ভ্যান ও অটোরিকশার সংঘর্ষে নারীসহ পাঁচজনের প্রাণ গেছে।
উপজেলার কিশোরগঞ্জ-সিলেট মহাসড়কের জগন্নাথপুর এলাকায় সোমবার সকাল ৯টা ১০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে বলে ভৈরব থানার ওসি মো. শাহীন মিয়া জানিয়েছেন।
নিহতদের মধ্যে দুইজন পুরুষ ও তিনজন নারী রয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে তাদের বিস্তারিত নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ওসি শাহীন বলেন, “সিলেটমুখী অটোরিকশার সঙ্গে ঢাকামুখী কভার্ডভ্যানের মুখোমুখি সংষর্ষ হয়। এতে অটোরিকশার চালকসহ পাঁচজন নিহত হন। খবর পেয়ে নিহতদের লাশ উদ্ধার করে হাইওয়ে পুলিশ।”