তথ্যপ্রযুক্তির বিকাশ মানুষের দৈনন্দিন জীবন প্রণালী অনেকটাই সহজ করে দিয়েছে। তেমনইভাবে প্রযুক্তির কিছু নেতিবাচক প্রভাবও রয়েছে। বিশেষ করে বিভিন্ন অনলাইন প্লাটফর্ম, সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়রানি ঘটনাও বেড়েছে। সাইবার বুলিং থেকে শুরু করে বিভিন্ন ধরনের প্রতারণা, হ্যাকিং, ক্লোনিংসহ নতুন নতুন অপরাধের ঘটনা ঘটছে। অনেকে হয়রানি বা প্রতারণার মুখোমুখি হতে হচ্ছেন।
সম্প্রতি হোয়াটসঅ্যাপে ভিডিও কলে সাড়া দিয়ে ১ লাখ ৯৪ হাজার টাকা হারালেন বেঙ্গালুরুর এক বৃদ্ধ। গত ৩০ নভেম্বর হোয়াটসঅ্যাপে একটি ভিডিও কল পান ৬৮ বছরের ওই বৃদ্ধ। দেখা যায়, ফোনের ওপারে থাকা ব্যক্তি একটি থানায় বসে রয়েছেন। নিজেকে মুম্বাই ক্রাইম ব্র্যাঞ্চের অফিসার বলে পরিচয় দেন প্রতারক।
তারপর তাকে জানান, তিনি ব্যবসায়ী নরেশ গোয়েলের অর্থ জালিয়াতির মামলার একজন অভিযুক্ত। এরপর প্রায় একসপ্তাহ ওই ব্যক্তিকে ডিজিটাল গ্রেপ্তার করে রাখেন অভিযুক্ত। তার ব্যাংক অ্যাকাউন্টের বিস্তারিত বিবরণ জেনে নিয়ে হাতিয়ে নেন ১ লাখ ৯৪ হাজার টাকা। প্রাথমিক ভাবে বুঝতে না পারলেও পরে বিষয়টি ধরতে পারেন বৃদ্ধ। বুঝতে পারেন তাকে ঠকানো হয়েছে। দ্রুত বেঙ্গালুরুর এক থানায় অভিযোগ দায়ের করেন।