পড়ে গেলে ভাঙে না, পানিতেও নষ্ট হয় না এই স্মার্টফোন

প্রথম আলো প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২৪, ১৯:১৮

অসতর্কতার কারণে হাত থেকে ফোন পড়ে গেলে চিন্তার শেষ থাকে না। ফোনের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি পর্দায় ফাটল ধরে বা দাগ পড়ে যায়। ফলে স্বাভাবিকভাবে ফোন ব্যবহার করা যায় না। এ সমস্যা সমাধানে মিলিটারি-গ্রেড শক রেজিস্ট্যান্স সুবিধার নতুন স্মার্টফোন দেশের বাজারে আনছে রিয়েলমি।


‘রিয়েলমি সি৭৫’ মডেলের ফোনটি ১.৮ মিটার ওপর থেকে পড়ে গেলেও পর্দায় ফাটল বা দাগ পড়ে না। শুধু তা-ই নয়, আইপি৬৯ সমর্থন করায় সর্বোচ্চ ২.৫ মিটার গভীর পানিতে ১২ ঘণ্টা পর্যন্ত সচল থাকে। ১২৮ ও ২৫৬ গিগাবাইট ধারণক্ষমতার ফোনটির দাম সংস্করণভেদে ১৯ হাজার ৯৯৯ টাকা এবং ২২ হাজার ৯৯৯ টাকা। ফোনটি কেনার জন্য অগ্রিম ফরমাশ দিলে বিভিন্ন উপহারও পাওয়া যাবে। আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে রিয়েলমি বাংলাদেশ।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফোনটিতে রয়েছে ছয় হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। ৪৫ ওয়াটের ফাস্ট চার্জিং প্রযুক্তি থাকায় ৩৮ মিনিটে ৫০ শতাংশ পর্যন্ত চার্জ করা যায় ফোনটি, ফলে চার্জ শেষ হওয়া নিয়ে চিন্তা করতে হয় না। ৮ গিগাবাইট র‍্যামযুক্ত ফোনটিতে ধুলাও জমে না।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us