যুক্তরাষ্ট্রের স্যান ফ্রান্সিসকোর এক অ্যাপার্টমেন্টে পাওয়া গেছে চ্যাটজিপিটি নির্মাতা ওপেনএআইয়ের একজন গবেষকের মরদেহ।
সুচির বালাজি নামের ২৬ বছর বয়সী ওই কর্মীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে গত ২৬ নভেম্বর। তিনি আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে স্যান ফ্রান্সিসকোর মেডিকেল পরীক্ষকের কার্যালয়। পুলিশ বলেছে ঘটনাস্থলে বল প্রয়োগের কোনো আলামত মেলেনি।
সাম্প্রতিক মাসগুলোতে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কোম্পানি ওপেনএআইয়ের কাজের বিরুদ্ধে বালাজি প্রকাশ্যে কথা বলেছিলেন বলে প্রতিবেদনে লিখেছে বিবিসি।
এ বছরের অক্টোবরে বালাজি’র একটি সাক্ষাৎকার নেয় নিউ ইয়র্ক টাইমস। যেখানে তিনি অভিযোগ করেন, নিজেদের জনপ্রিয় অনলাইন চ্যাটবট চ্যাটজিপিটি তৈরি করার সময় মার্কিন কপিরাইট আইন লঙ্ঘন করেছে ওপেনএআই।
নিউ ইয়র্ক টাইমস প্রতিবেদনে লিখেছে, গবেষক হিসেবে চার বছর কোম্পানিটিতে কাজ করার পর বালাজি এই সিদ্ধান্তে পৌঁছেছিলেন যে, “চ্যাটজিপিটি তৈরিতে কপিরাইট আইনে সুরক্ষা পাওয়া কনটেন্ট ব্যবহার আইন ভেঙেছে ওপেনএআই। এমনকি চ্যাটজিপিটির মতো বিভিন্ন প্রযুক্তি ইন্টারনেটের ক্ষতি করে চলেছে।”