একরঙা সিল্কের শাড়ি এক ট্রেন্ডিংয়ে। একরঙা সিল্কের শাড়ি পরে আপনি খুব সহজেই ক্লাসিক ও এলিগ্যান্ট লুক ক্রিয়েট করতে পারেন। বিশেষ অনুষ্ঠান বা উৎসবে এ ধরনের শাড়িতে স্টাইল করতে পারেন আপনিও।
জনপ্রিয় দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মান্দানারও পছন্দ এ ধরনের শাড়ি। একরঙা শাড়িতে তাকেও কিন্তু দুর্দান্ত দেখায়। তবে একরঙা শাড়িতে স্টাইল করার সময় কিছু বিষয় মাথায় রাখতে আপনি দুর্দান্ত লুক ক্রিয়েট করতে পারবেন। চলুন জেনে নেওয়া যাক একরঙা সিল্কের শাড়ি স্টাইল করবেন কীভাবে-
শাড়ির কুচি যেন সুন্দর হয়
একরঙা সিল্কের শাড়ি পরার সময়, কুচিগুলো সোজা ও পরিপাটি রাখার চেষ্টা করুন। এতে আপনাকে দুর্দান্ত দেখাবে। আসলে শাড়ির কুচি সুন্দরভাবে ম্যানেজ করতে না পারলে শাড়িতে দেখতেও সুন্দর লাগে না। তাই এ বিষয়টিতে বিশেষ খেয়াল রাখুন। একরঙা শাড়ির কুচিগুলো এলোমেলো হলে তা আপনার পুরো লুককে নষ্ট করে দিতে পারে।
বাহারি ব্লাউজ পরুন
যেহেতু শাড়ি একরঙা, তাই ব্লাউজে ভিন্নতা রাখুন। একটু কারুকাজসম্পন্ন ব্লাউজ হলে আপনাকে বেশি আকর্ষণীয় লাগবে। বিশেষ করে আপনি যদি হাফ বা ফুল স্লিভ পরতে অভ্যস্ত হন, সেক্ষেত্রে ব্লাউজের দিকে বিশেষ নজর রাখতে হবে।