সম্পর্ককে অন্য উচ্চতায় নিতে ভিসা অব্যাহতি চুক্তি করেছে বাংলাদেশ ও পূর্ব তিমুর।
এছাড়া অফিস কনসালটেশন (এফওসি) সংক্রান্ত একটি সমঝোতা স্মারকেও সই করেছে দুই দেশ।
ঢাকায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে রোববার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস এবং পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তার উপস্থিতিতে এই চুক্তি ও সমঝোতা স্মারকে সই হয়।
বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এবং পূর্ব তিমুরের পররাষ্ট্র ও সহযোগিতা বিষয়ক মন্ত্রী ড. বেনডিটো দোস সান্তোস ফ্রেইতাস কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি সংক্রান্ত চুক্তিতে সই করেন।
এছাড়া পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং ড. বেনডিটো দোস সান্তোস ফ্রেইতাস অফিস কনসালটেশন (এফওসি) সংক্রান্ত স্মারকে সই করেন।