সিরিয়ায় একনায়কত্ববাদী স্বৈরতান্ত্রিক বাশার আল আসাদ রেজিমের পতন ঘটেছে। মিডিয়ায় বাশারের ভাগ্য সম্পর্কে নানা জল্পনা-কল্পনার পর জানা গেছে, তিনি রাশিয়ায় রাজনৈতিক আশ্রয় পেয়েছেন। তার পতন ও রাশিয়ায় আশ্রয় লাভের সঙ্গে অনেকেই শেখ হাসিনার পতন ও ভারতে আশ্রয় লাভের সঙ্গে তুলনা করতে পছন্দ করেন। তবে দুটি ঘটনার মধ্যে বেশ মিল থাকলেও ঘটনা দুটি একরকম নয়।
এ যাত্রায় বিদ্রোহীদের মাত্র ১২ দিনের অভিযানে বাশার সরকারের পতন ঘটে। বাশারের অনুগত সামরিক বাহিনী বিদ্রোহীদের প্রতিহত করতে তেমন কোনো পদক্ষেপ নেয়নি। বাশারের প্রধানমন্ত্রী জানিয়েছেন, তিনি তার বাসভবনেই রয়েছেন এবং নতুন সরকারের কর্মকর্তাদের শপথ গ্রহণে তিনি প্রস্তুত আছেন। বোঝাই যাচ্ছে, ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া রক্তপাতহীনভাবেই ঘটছে। এ পরিস্থিতিকে আমরা যদি রুশ সমর্থনে কয়েক বছর আগে বিদ্রোহ দমনে আসাদের প্রয়াসের তুলনা করি, তাহলে ভাবাই যায় না সিরিয়ায় অনেকটা নির্ভেজালভাবে কেন এবং কী করে রেজিমের পরিবর্তন হলো।