দেশের শীর্ষস্থানীয় টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন ফারহা নাজ জামানকে চিফ মার্কেটিং অফিসার (সিএমও) এবং সোলায়মান আলমকে চিফ প্রোডাক্ট অফিসার (সিপিও) হিসেবে নিয়োগ দিয়েছে। নতুন এই দায়িত্ব ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে।
সোলায়মান আলম বর্তমানে গ্রামীণফোনের চিফ ডিজিটাল অফিসার এবং ফারহা নাজ জামান হেড অব মার্কেটিং হিসেবে দায়িত্ব পালন করছেন। উভয়েই প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা টিমে গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে যুক্ত হবেন।