সমালোচনা করা মানে সরকারকে ব্যর্থ করা নয়: তথ্য উপদেষ্টার বক্তব্যের জবাবে রিজভী

প্রথম আলো প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০২৪, ১৭:৫৩

‘সরকারের সমালোচনা করা মানে সরকারকে ব্যর্থ করা নয়’ বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করার চেষ্টা করছে— তথ্য ও সম্প্রচার উপদেষ্টার এ বক্তব্যের প্রতিক্রিয়ায় রিজভী আজ বৃহস্পতিবার সকালে দলীয় এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন। তিনি বলেন, ‘বিএনপিসহ রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারকে সমর্থন দিয়েছে। আবার আপনাদের নানা কাজের সমালোচনা হবে। এটাই গণতন্ত্রের রীতি, গণতন্ত্রের বৈশিষ্ট্য।’


রাজধানীর ভাঙা প্রেস এলাকার নবী টাওয়ারে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদ পরিবারের মধ্যে আর্থিক সহযোগিতা প্রদান অনুষ্ঠানে এ কথাগুলো বলেন তিনি।


আজ আলোচনা প্রসঙ্গে ফ্যাসিবাদী শেখ হাসিনা সরকার-বিরোধী আন্দোলনে বিরোধীদলীয় নেতা-কর্মীদের গুম-খুনের সময়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের ভূমিকা সামনে আনেন রুহুল কবির রিজভী।


রিজভী বলেন, ‘আমরা যদি বলি, ড. মুহাম্মদ ইউনূসকে আমরা সবাই পছন্দ করেছি, সবাই। বিএনপির নেতা-নেত্রীরা যেমন শেখ হাসিনার দ্বারা অপমানিত হয়েছেন, নির্যাতনের শিকার হয়েছেন, তিনিও শেখ হাসিনার দ্বারা নিপীড়নের শিকার হয়েছেন। কিন্তু গণতন্ত্র তো একটা সর্বজনীন ব্যাপার। (দেশে) এখানে জুলাই-আগস্টের বিপ্লবের আগেও তো অনেকে গুম হয়েছেন, দুজন এমপি গুম হয়েছেন। একজন সাবেক এমপিকে পটুয়াখালীতে যুবলীগ পিটিয়ে মেরে ফেলেছে। কত ছাত্র-যুবককে ক্রসফায়ার দেওয়া হয়েছে। আমরা তো একজন গুণী মানুষ হিসেবে, দেশের একজন বরেণ্য, সব মানুষের শ্রদ্ধেয়... তিনি তো এক দিনও এর প্রতিবাদ করেননি, একটা স্টেটমেন্ট দেননি। কিন্তু ওনাকে যখন মামলা দেওয়া হয়েছে, বিএনপি কিন্তু ওনার জন্য বিবৃতি দিয়েছে।’


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us