জনপ্রশাসনের শীর্ষ দুই পদসহ চুক্তিতে কর্মরত ১৫ সচিব

ঢাকা পোষ্ট প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০২৪, ২০:৩২

বর্তমানে ৮৫ সচিবের মধ্যে ১৫ জন চুক্তিতে কর্মরত রয়েছেন। এদের মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের শীর্ষ দুই কর্মকর্তাও রয়েছেন। তারা ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে  ‘বঞ্চিত’ হিসেবে পরিচিত। 


ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। এর তিনদিন পর ৮ আগস্ট নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়। দায়িত্ব নেওয়ার পর প্রশাসনে ব্যাপক ‘শুদ্ধি অভিযান’ চালিয়েছে এই সরকার। যা এখনো অব্যাহত রয়েছে।


চুক্তিভিত্তিক নিয়োগে থাকা আওয়ামী লীগ সরকারের আস্থাভাজন হিসেবে পরিচিত সচিবদের নিয়োগ বাতিল করা হয়। কাউকে বাধ্যতামূলক অবসর এবং কাউকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়। তা ছাড়া এসব পদে নতুন করে নিয়োগ দেওয়া হয়। তার মধ্যে চুক্তিভিত্তিক নিয়োগও রয়েছে।


জনপ্রশাসন মন্ত্রণালয়ের গভর্নমেন্ট এমপ্লয়ি ম্যানেজমেন্ট সিস্টেমের (জিইএমএস) তথ্যমতে, শীর্ষ দুই কর্মকর্তা মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ ও প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া বর্তমানে চুক্তিভিত্তিক নিয়োগে রয়েছেন। এ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমানও চুক্তিতে কর্মরত রয়েছেন।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us