ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে ৩৭ যুবককে জিম্মি, স্বজনেরা উভয়সংকটে

প্রথম আলো প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০২৪, ২০:৪৮

দুই শিশুসন্তান নিয়ে নির্ঝঞ্ঝাট সংসার ছিল জুয়েল ও পলির। ইতালিপ্রবাসী দূর সম্পর্কের এক দেবর ও ভাশুরের উন্নতি দেখে ভাগ্যবদলের স্বপ্ন দেখেন পলি। স্বামীকে ইতালিতে পাঠাতে যোগাযোগ করেন দালালের সঙ্গে। আয় ও জমি বিক্রির ১৫ লাখ টাকা দিয়ে ইতালির উদ্দেশে বাড়ি ছাড়েন জুয়েল।


দালাল চক্র ইতালির কথা বলে জুয়েলকে লিবিয়ায় নিয়ে যায়। এরপর ৯ মাস ধরে আটকে রেখে নির্যাতন করে দফায় দফায় বিপুল অঙ্কের টাকা মুক্তিপণ নেয়। ঋণে জর্জরিত পরিবার জুয়েলকে দেশে ফেরত আনতে চেয়েও পারছে না। দালাল চক্রের দাবি, আরও ২২ লাখ টাকা দিলেই মুক্তি পাবেন জুয়েল। এ ক্ষেত্রে উভয়সংকটে পড়েছেন পলি খাতুন।


চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার নাগদাহ ইউনিয়নের খেজুরতলা গ্রামের এই জুয়েল রানাসহ ৩৭ জন বর্তমানে লিবিয়ায় চক্রের হাতে জিম্মি। তাঁদের বাড়ি উপজেলার বেলগাছি, খেজুরতলা ও চরযাদবপুর গ্রামে। ভুক্তভোগী এসব পরিবারের পক্ষ থেকে বৃহস্পতিবার দুপুরে চুয়াডাঙ্গা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন গৃহবধূ পলি খাতুন। এ সময় ভুক্তভোগী কয়েকজনের স্বজন সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us