যেসব জিনিস মানিব্যাগে রাখা উচিত না

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০২৪, ১৯:৪৬

‘ওয়ালেট’ বা টাকা রাখার ব্যাগেতো টাকাই নেওয়া হয়। তবে খেয়াল করলে দেখা যাবে মানিব্যাগে টাকা ছাড়াও রয়েছে বিভিন্ন ব্যাংকের কার্ড, ব্যবহৃত রশিদসহ আরও কত কিছু!


আর সাবধান না হলে এসব জিনিস হারানো গেলে পড়তে হয় নানান ঝক্কি ঝামেলায়।


এই বিষয়ে যুক্তরাষ্ট্রের অলাভজনক প্রতিষ্ঠান ‘আইডেন্টিটি থেফট রিসোর্স সেন্টার’য়ের প্রধান নির্বাহী কর্মকর্তা ইভা ভেলাসকেজ রিয়েলসিম্পল ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে বলেন, “আমরা অনেকেই ওয়ালেট বা মানিব্যাগে নানান সংবেদনশীল জিনিস নিয়ে ঘুরে বেড়াই। যেগুলো হয়ত আমাদের দৈনিক জীবনে সবসময় কাজেও লাগে না।”


এই ধরনের প্রয়োজনীয় কাগজ বা ‘ডকুমেন্ট’ নিয়ে ঘোরাফেরা করাটা নিরাপত্তা ঝুঁকি তৈরি করে। হারানো বা চুরি গেলে পড়তে হয় নানান সমস্যায়।


“ভ্রমণে গেলে যেমন টাকা আর প্রয়োজনীয় কয়েকটি জিনিস ছাড়া মানিব্যাগে অন্য কিছু রাখা হয় না, তেমনি প্রাত্যহিক জীবনেও এই পদ্ধতি খাটাতে হবে”- পরামর্শ দেন ভেলাসকেজ।


জাতীয় পরিচয়পত্র


এই পরিচয়পত্রে গুরুত্বপূর্ণ তথ্য থাকে। যা নিয়ে ঘোরাফেরা করাটা অপ্রয়োজনীয়। এটা হারানো গেলে যে কেউ এই তথ্য ব্যবহার করে নানান সুযোগ নিতে পারে। তাই মানিব্যাগে না নিয়ে বরং একটা ‘কপি’ নিজের ইমেইলে রেখে দেওয়া যেতে পারে।



পাসপোর্ট


এটাও এক ধরনের পরিচয়পত্র। দেশের বাইরে ভ্রমণে না থাকলে সবসময় পাসপোর্ট বয়ে বেড়ানোর কোনো মানে হয় না।


ব্যাংকের ডেবিট কার্ড


চিন্তা আসতে পারে মানিব্যাগে ব্যাংকের কার্ড রাখবো না তো কই রাখবো!!


তবে ভেলাসকেজ’য়ের মতে, “ডেবিট কার্ড হারানো গেলে সেটা দিয়ে যে কেউ যখন তখন আপনার টাকা তুলে ফেলতে পারে। তাই নিরাপত্তার স্বার্থে মানিব্যাগে ব্যাংকের কার্ড না রেখে সাথের ব্যাগের অন্য কোথাও রাখা যেতে পারে। আর বর্তমান সময়ে ব্যাংকের কার্ড সরাসরি ব্যবহার না করেও, এর নম্বর দিয়ে অনলাইনে মূল্য পরিশোধের নানান ব্যবস্থা আছে। সেগুলোতে অভ্যস্ত হলে নিজের নিরাপত্তা বাড়ানো যাবে।”

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us