সামাজিক মাধ্যমে ওবায়দুল কাদেরের মৃত্যুর খবর, পরে যা জানা গেল

চ্যানেল আই প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০২৪, ১৬:০২

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন ও সেতু-মন্ত্রী ওবায়দুল কাদের মারা গেছেন সম্প্রতি এমন প্রচারণা দেখা গেছে টিকটকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে।  ভিডিওতে বলা হয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর তিনি মারা গেছেন। যদিও বিষয়টি সত্য নয়।


বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে বাংলাদেশের তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান (ফ্যাক্ট চেক) রিউমর স্ক্যানার।


সামাজিক ভিডিও মাধ্যম টিকটকে প্রচারিত ‘ওবায়দুল কাদের মারা গেছে’ শীর্ষক ভিডিওটি ৮ লাখের বেশি বার দেখা হয়েছে। ভিডিওটিতে ৭ হাজারের অধিক পৃথক অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়া জানানো হয়েছে। ভিডিওটিতে শতাধিক মন্তব্য করা হয়েছে। ভিডিওটির মন্তব্যঘর ঘুরে অধিকাংশ নেটিজেনকে উক্ত দাবির পক্ষে মতামত দিতে দেখা গেছে।


রিউমর স্ক্যানার তাদের অনুসন্ধানে জানা যায়, ওবায়দুল কাদের মারা যাননি বরং ২০২১ সালে তার অসুস্থতার ঘটনার পুরোনো একটি ভিডিওকে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে।


এ বিষয়ে অনুসন্ধানে দেশীয় ও আন্তর্জাতিক কোনো সংবাদমাধ্যম কিংবা সংশ্লিষ্ট নির্ভরযোগ্য কোনো সূত্রে ওবায়দুল কাদেরের মৃত্যুর বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।


রিউমর স্ক্যানারের ফ্যাক্ট চেকে বলা হয়েছে: আলোচিত দাবিটি যাচাইয়ে ২০২১ সালের ১৪ ডিসেম্বর একটি বেসরকারি টেলিভিশনের ইউটিউব চ্যানেলে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। সেটির একাংশের সাথে আলোচিত ভিডিওটির মিল খুঁজে পাওয়া যায়।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us