বৈশ্বিক রাজনীতির দৃশ্যপটে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যগুলো একটি নতুন বিতর্কের জন্ম দিয়েছে। ব্রিকস (BRICS) দেশগুলোর নতুন মুদ্রা চালু করার বিরোধিতা, অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ইতিহাসের সবচেয়ে বড় অভিযান চালানোর প্রতিশ্রুতি এবং কানাডাকে ৫১তম অঙ্গরাজ্য হিসেবে গড়ে তোলার প্রস্তাব—এসব একসঙ্গে বিশ্বরাজনীতিতে উত্তপ্ত আলোচনার বিষয় হয়ে উঠেছে।
ব্রিকস গোষ্ঠীভুক্ত দেশগুলো দীর্ঘদিন ধরে মার্কিন ডলারের আধিপত্য থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করছে। সম্প্রতি এই জোট একটি নতুন মুদ্রা চালুর পরিকল্পনা করেছে, যা বিশ্ববাণিজ্যে ডলারকে প্রতিস্থাপন করতে পারে।