ছোটবেলায় হতে চাইতেন মডেল। বড়বেলায় হলেন কণ্ঠশিল্পী। উকুলেলে বাজিয়ে তার গাওয়া ‘আমি ভুলে যাই’ গানটি তাকে দিয়েছে জেন-জিদের ভালোবাসা, বড়দের স্নেহ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় উকুলেলে হাতে গান গাওয়া মেয়েটিকে এবার দেখা যাবে সিনেমায়।
তার নাম পারশা মাহজাবীন পূর্ণি। ২০২৪-এর স্বৈরাচার পতনের আন্দোলন চলাকালে তার লেখা-সুরে গাওয়া ‘চলো ভুলে যাই’ গানটি পৌঁছে যায় কোটি কোটি হৃদয়ে। এখন অনেক জায়গায় গান গাওয়ার আমন্ত্রণ পাচ্ছেন তিনি। ডাক পেয়েছেন অভিনয়েরও। আসছে ভালোবাসা দিবসে একটি একক নাটকে দেখা যাবে তাকে।