ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। নাটক ও টেলিভিশন বিজ্ঞাপনের মাধ্যমে দর্শকদের কাছে পরিচিতি পান। তিনি অনম বিশ্বাস পরিচালিত ‘দেবী’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র জগতে পা রাখেন। যেখানে তার অভিনয় প্রশংসিত হয় এবং তিনি শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রীর জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।
সম্প্রতি নতুন অধ্যায়ে পা রেখেছেন শবনম। হয়েছেন বিচারক। এনটিভির রিয়ালিটি শো ‘হা-শো’র সপ্তম মৌসুমের বিচারক হয়েছেন অভিনেত্রী। সে প্রসঙ্গ ধরেই তার সঙ্গে কথা বলেছেন কামরুল ইসলাম।