দেবকে 'আনফলো' রুক্মিণীর! কী হল হঠাৎ?

যুগান্তর প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২৪, ১০:৪১

বলিউড ও টালিউডের মধ্যে ছবি আদান-প্রদান চলে। ছবির গল্প থেকে ছবি হিটের ফর্মুলা এটি। এবার চর্চা শুরু টালিউড অভিনেতা দেব ও অভিনেত্রী রুক্মিণী মৈত্রের মান-অভিমান নিয়ে। 


ঘটনার সূত্রপাত একটি ভিডিও। ‘খাদান’ ছবির প্রচারে বেরিয়েছিলেন প্রযোজক-অভিনেতা দেব, অভিনেত্রী ইধিকা পাল, যিশু সেনগুপ্তসহ ছবির পুরো টিম। ছবির নায়ক রসিকতা করে ক্যামেরার সামনে বলেন, তিনি ‘সিঙ্গেল (একলাই)’ এ ভিডিওই নাকি দুই অভিনেতার মনোমালিন্যের অন্যতম কারণ। 


সেই অভিমানেই দেবকে সামাজিক যোগাযোগমাধ্যমে অনুসরণ করা বন্ধ করে দিয়েছেন অভিনেত্রী রুক্মিণী। এ জায়গা থেকেই টালিউডের কেউ কেউ দাবি করে বলেছেন— দেব আর‘দেবী’র এই বিচ্ছেদও নাকি সুপরিকল্পিত।


জানা গেছে, এর পরেই আচমকা দেবকে ‘আনফলো’ করেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র। অথচ ৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুজনেই। সেখানে মুখ্যমন্ত্রী মমতার সৌজন্যে রুক্মিণীর দেওয়া উত্তরীয় দেবের গলায় পৌঁছেছে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us