ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে ৫১তম ওভারের দ্বিতীয় বল। নিউজিল্যান্ড পেসার উইল ও’রুর্ককে এগিয়ে এসে মিড অফে তুলে খেললেন হ্যারি ব্রুক। ২টি রান পেলেন। এ ২টি রানেই অনন্য এক মাইলফলক ছুঁয়েছে ইংল্যান্ড। টেস্ট ক্রিকেটে প্রথম দল হিসেবে এটা ছিল ইংল্যান্ডের ব্যাটসম্যানদের ৫ লাখতম রান! ঘটনা কাল বেসিন রিজার্ভে ওয়েলিংটন টেস্টের দ্বিতীয় দিনে।
রানের এই দৌড়ে ইংল্যান্ড সবার আগে থাকবে সেটাই অবশ্য স্বাভাবিক। টেস্ট ক্রিকেটের ১৪৭ বছরের ইতিহাসে ক্রিকেটের ‘জনক’রাই এ সংস্করণে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছে। ১০৮২ টেস্ট। আর কোনো দল টেস্ট ম্যাচের সংখ্যায় চার অঙ্কে পৌঁছাতে পারেনি। শুধু ম্যাচসংখ্যা নয়, ব্যাটিংয়ে বেশির ভাগ জায়গাতেই অন্য যে কোনো দলের চেয়ে এগিয়ে ইংল্যান্ড।
৫০০১২৬
ওয়েলিংটন টেস্টে দ্বিতীয় দিন পর্যন্ত এই সংস্করণে ইংল্যান্ডের ব্যাটসম্যানদের মোট রান। ইংল্যান্ডের ৭১৭ জন খেলোয়াড় মিলে করেছেন এই রান। খেলোয়াড় সংখ্যাতেও সবচেয়ে এগিয়ে ইংলিশরা। আর কোনো দলের হয়ে ৫০০ জনও খেলেননি। ইনিংস–সংখ্যায়ও (১৮৯৫৪) ইংল্যান্ড অন্য যে কোনো দলের চেয়ে এগিয়ে। ইংল্যান্ডের ব্যাটসম্যানেরাই সবচেয়ে বেশিবার অপরাজিত (২৪৫৯) অপরাজিত থেকেছেন। সেঞ্চুরি (৯২৯) ও ফিফটিসংখ্যায়ও (২৩১৪) ইংল্যান্ড এগিয়ে। এমনকি শূন্য রানে আউট হওয়াতেও। সেই সংখ্যাটা ১৯১৭!
৪২৯০১১
ভারতের বিপক্ষে চলমান অ্যাডিলেড টেস্টে নিজেদের প্রথম ইনিংস পর্যন্ত অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের মোট রান। ইংল্যান্ডের মতো অস্ট্রেলিয়ার টেস্ট ইতিহাসও ১৪৭ বছরের। ১৮৭৭ সালে ইতিহাসের প্রথম টেস্টে যে এ দুটি দলই মুখোমুখি হয়েছিল। কিন্তু অস্ট্রেলিয়া টেস্টে সাড়ে চার লাখ রানও তুলতে পারেনি। ইংল্যান্ডের তুলনায় ২১৪টি টেস্ট কমও খেলেছে অস্ট্রেলিয়া। খেলোয়াড়সংখ্যায় ইংল্যান্ডের চেয়ে ২৫০ জন কম খেলেছেন অস্ট্রেলিয়ার হয়ে। তবে শুধু ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানেরাই ২ হাজারের বেশিবার অপরাজিত থেকেছেন।