প্রত্যন্ত অঞ্চল থেকে বিশ্বে শ্রেষ্ঠদের সারিতে নাম বসালেন কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার চতুর্থ শ্রেণির কর্মচারী মোছা. রিকতা আখতার বানু। অনুপ্রেরণা জাগানো এবং প্রভাবশালী ১০০ জন নারীর তালিকায় নিজের নাম দেখে শুধু নিজেই আপ্লুত হননি গর্বিত করেছেন এলাবাসীকে।
কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের দক্ষিণ ধনঞ্জয় গ্রামের মৃত নুর মোহাম্মদের মেয়ে রিক্তা বানু। পেশায় একজন স্বাস্থ্য সেবিকা (নার্স)। তার স্বামীর বাড়ি চিলমারী উপজেলার রমনা ইউনিয়নের রমনা সরকার পাড়া গ্রামে। বর্তমানে স্বামী মো. আবু তারিক আলমসহ এক ছেলে ও মেয়েকে নিয়ে বসবাস করছেন তিনি। বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য স্কুল প্রতিষ্ঠা করে সারাদেশে প্রশংসিত হয়েছেন তিনি।