আইফোনে ভিডিও লুপে দেখবেন কীভাবে?

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০৪ ডিসেম্বর ২০২৪, ১৯:৫৮

আইওএস ১৮ আপডেটের সঙ্গে আসা আইফোনের ফটোজ অ্যাপের নতুন বিল্ট-ইন ফিচার ব্যবহার করে, যতক্ষণ ইচ্ছে ততক্ষণ ভিডিও লুপে প্লে করা যাবে।


আইফোনের ইউটিউব অ্যাপ ব্যবহার করে ইউটিউব ভিডিওর জন্যও একই কাজ করা যাবে।


ফিচারটি একই ভিডিও বার বার ম্যানুয়ালি চালু করার ঝামেলা থেকে মুক্তি দেবে ব্যবহারকারীকে। কীভাবে ভিডিও লুপ করা যায় সে বিষয়ে নির্দেশনামূলক প্রতিবেদন প্রকাশ করেছে প্রযুক্তিসাইট হাও-টু গিক। চলুন জেনে নেওয়া যাক এর বিস্তারিত।


প্রথমেই নিশ্চিত করতে হবে আইফোনে ‘আইওএস ১৮’ সংস্করণ ইনস্টল করা রয়েছে।


ফটোজ অ্যাপ চালু করুন এবং যে ভিডিও লুপে দেখতে চান তার ওপরে চাপুন। খেয়াল করবেন, ভিডিওটি পজ না করলে বা সেখান থেকে বেরিয়ে না এলে সেটি স্বয়ংক্রিয়ভাবেই চলতে থাকবে।


লাইভ ছবিগুলো লুপ করার ও লুপটি যেভাবে দেখায় তা কাস্টমাইজ করারও একটি উপায় রয়েছে। এটি করার জন্য লাইব্রেরি থেকে একটি লাইভ ফটোতে চাপুন।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us