রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন ফিরে পেতে জামায়াতে ইসলামীর পুনরুজ্জীবিত করা আপিলের শুনানি শুরু হয়েছে।
প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চে মঙ্গলবার দুপুরে আংশিক শুনানির পর পরবর্তী তারিখ রাখা হয়েছে ১০ ডিসেম্বর।
রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন ফিরে পেতে জামায়াতে ইসলামীর যে আপিল আবেদন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এক বছর আগে খারিজ করে দিয়েছিল, গত ২০ অক্টোবর তা পুনরুজ্জীবিত করার আদেশ দেয় সর্বোচ্চ আদালত।
এর ধারাবাহিকতায় মঙ্গলবার মামলাটি আপিল বিভাগের দৈনিক কার্যতালিকায় আসে।
জামায়াতের আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট এহসান এ সিদ্দিক ও শিশির মনির।
পরে শিশির মনির সাংবাদিকদের বলেন, “যারা মামলা করেছিলেন তারা জনস্বার্থে তা করেছিলেন বলা হলেও তারা আসলে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে মামলাটি করেছিলেন। আজকে আংশিক শ্রুত হয়েছে। আগামী মঙ্গলবার পরবর্তী শুনানি হবে।”