বিয়ের পিঁড়িতে বসেই চলছে লুডো খেলা, ক্যামেরাবন্দি বরের কীর্তি, রইল ছবি

এইসময় (ভারত) প্রকাশিত: ০২ ডিসেম্বর ২০২৪, ০৯:০৪

বিয়ের পিঁড়িতে বসে ভাইরাল বর। কেন? কারণ ছাদনাতলায় বসেই লুডো খেলায় মেতেছিলেন তিনি। হ্যাঁ। এমনই ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। যা দেখে হাসতে হাসতে পেটে খিল ধরেছে সাধারণ মানুষের। সোশ্যাল মিডিয়ায় আপাতত রাজত্ব করছে বরের ‘মাল্টিটাস্কিং স্কিল’।


সোশ্যাল মিডিয়ায় একটি হ্যান্ডল থেকে এক মজার ছবি পোস্ট হয়েছে। সামনে চলছে বিয়ে। টোপর মাথায় বরের সামনে পালন করা হচ্ছে নিয়ম। অথচ বরের মন তখন নিজের পিছন দিকে বসে থাকা দুই বন্ধুর দিকে। বলা ভালো তাঁদের সামনে থাকা স্মার্টফোনেই নজর আটকে বর-সহ তিন বন্ধুর। তাতে খেলা হচ্ছে অনলাইন লুডো। বিয়ে হচ্ছে হোক, লুডোয় জেতা ‘মাস্ট’। মুসকান নামের হ্যান্ডল থেকে পোস্ট হওয়া ছবির ক্যাপশনে লেখা, ‘ভাইয়ের জীবনের গুরুত্ব কিন্তু একেবারে পরিষ্কার’। মজার ছলেই যে ক্যাপশন ও পোস্ট তা স্পষ্ট।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us