বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে থামছে না নারী কেবিন ক্রুদের যৌন হয়রানি। পাইলটদের বিরুদ্ধে ফের উঠেছে এ ধরনের অভিযোগ। এসব ঘটনা ঘটছে চলন্ত বিমানের সবচেয়ে সুরক্ষিত জায়গা ককপিটে।
এর আগে ২০১৯ সালেও বড় ধরনের যৌন হয়রানির অভিযোগ উঠেছিল। যদিও সে ঘটনার দৃশ্যমান কোনো শাস্তি হয়নি। একের পর এক নারী সহকর্মী যৌন হয়রানির শিকার হলেও অনেকটা নীরব বিমান কর্তৃপক্ষ। নারী কেবিন ক্রুদের অভিযোগ, বিমানে যৌন হয়রানির বিচার চেয়ে প্রতিকার পাওয়া যায় না। কিছু ক্ষেত্রে উল্টো হয়নারির শিকার হতে হয়। এমন পরিস্থিতিতে আতঙ্ক নিয়ে কাজ করছেন কেবিন ক্রুরা। আর চাকরি রক্ষায় প্রতিবাদ করার সাহসও পাচ্ছেন না তারা।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্র জানায়, সম্প্রতি বিমানের ঢাকা-চট্টগ্রাম-জেদ্দা ও জেদ্দা-সিলেট-ঢাকা এবং ঢাকা-মাসকাট-ঢাকা ফ্লাইটে দুজন নারী কেবিন ক্রু যৌন হয়রানির শিকার হন। তারা দুজনই প্রতিকার চেয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. সাফিকুর রহমান বরাবর লিখিত অভিযোগ করেন।