অভিষেক বচ্চন গত রাতে মুম্বাইয়ে অনুষ্ঠিত ফিল্ম ফেয়ার ওটিটি অ্যাওয়ার্ড ২০২৪-এ উপস্থিত হয়েছিলেন। তিনি অভিনেত্রী কারিনা কাপুরকে পুরস্কার দিয়েছিলেন, যাঁর সঙ্গে ২০০০ সালে ‘রিফিউজি’ সিনেমা করেছিলেন। এই সিনেমা দিয়ে বলিউডে পা রেখেছিলেন অভিষেক। অনুষ্ঠানে একপর্যায়ে অভিষেক মজার এক কথোপকথনে অংশ নেন, যেখানে স্বামীদের জন্য কিছু মজার পরামর্শ দেন। ঐশ্বরিয়ার সঙ্গে বিচ্ছেদের গুজবের মধ্যেই এই মন্তব্য ভাইরাল হয়েছে।
ভিডিওটি ফিল্মফেয়ার তাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করে। ভিডিওতে দেখা যায়, অনুষ্ঠানের উপস্থাপক অভিষেককে বলেন, ‘একটা ছোট্ট প্রশ্ন আছে আপনার কাছে। আপনি এত ভালো পারফরম্যান্স দেন যে সমালোচকেরা কোনো প্রশ্ন তুলতে পারে না। এটা কীভাবে সম্ভব হয়? কীভাবে আপনি এটা করেন?’