চ্যানেল আইয়ে প্রচারের পর চ্যানেলটির ইউটিউবে প্রকাশিত হয়েছে সাফা কবির অভিনীত নাটক ‘এ তুমি কেমন তুমি’। গত শুক্রবার এই অভিনেত্রীর ‘সুপার ওয়াইফ’ নাটক দ্রুততম সময়ে কোটি ভিউ অতিক্রম করে।
প্রথম আলো: ‘এ তুমি কেমন তুমি’র শুটিং কি বেশ আগে হয়েছে?
সাফা কবির : ঠিক ধরেছেন। এই কাজ অনেক আগের। চ্যানেল আইয়ে প্রচারিত হয়েছে তিন–চার দিন আগে। এরপর ইউটিউবে আপলোড হয়েছে। মোটামুটি সাড়া পেয়েছি। তবে আজকে (শুক্রবার) আমার একটা নাটক ১০ মিলিয়ন ভিউ হয়েছে।
প্রথম আলো : কোন নাটক?
সাফা কবির : ‘সুপার ওয়াইফ’-তৌফিকুল ইসলামের পরিচালনা। এই নাটকের জন্য অনেক প্রশংসাও পেয়েছি। মানুষ যেমন নাটক দেখতে পছন্দ করেন, এটা তেমনই।