ইউরোপার মহাসাগরের গভীরে প্রাণের অস্তিত্ব খুঁজবে নাসার রোবট

আজকের পত্রিকা প্রকাশিত: ০২ ডিসেম্বর ২০২৪, ১৭:০০

পানির নিচে চলাচলকারী রোবটের প্রোটোটাইপ পরীক্ষা করছে নাসা। এটি আমাদের সৌরজগতে অবস্থিত গ্রহগুলোর মহাসাগরগুলোর তলদেশে প্রাণের অস্তিত্ব খুঁজতে সাহায্য করবে। বিশেষ করে বৃহস্পতির চাঁদ ইউরোপার মহাসাগরে অনুসন্ধান চালানোর জন্য নাসার এই রোবটটি তৈরি করা হচ্ছে।


২০৩০ সালে নাসার ইউরোপা ক্লিপার মহাকাশযান বৃহস্পতি গ্রহে পৌঁছানো কথা রয়েছে। মহাকাশযানটি বৃহস্পতির চাঁদ ইউরোপার চারপাশে ৪৯ বার ঘুরে যাবে, যাতে ইউরোপার বরফের নিচে কোনো জীবন বা প্রাণের চিহ্ন খোঁজা যায়। তবে সেই চ্যালেঞ্জের সঙ্গে তাল মিলিয়ে নাসা ইতিমধ্যে নতুন প্রজন্মের মহাকাশযান প্রযুক্তি তৈরি করছে। এই প্রযুক্তির মাধ্যমে ইউরোপার এবং অন্যান্য গ্রহের মহাসাগরের গভীর পানিতে রোবট পাঠাতে পারবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us