গুগল অ্যাপে ওয়েবপেজের স্বয়ংক্রিয় সার্চ লিংক যুক্ত করার সুবিধা চালু

প্রথম আলো প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২৪, ২০:২৪

আইফোন ও আইপ্যাডের অপারেটিং সিস্টেম আইওএসের জন্য গুগল অ্যাপে একটি নতুন সুবিধা যোগ হয়েছে। ফলে স্বয়ংক্রিয়ভাবে ওয়েবপেজের নির্দিষ্ট লেখায় গুগল সার্চ লিংক হাইপারলিংক হিসেবে যুক্ত থাকবে। সম্প্রতি এসই রাউন্ড টেবিলে প্রকাশিত এক বার্তায় এ তথ্য জানা গেছে।

গুগল এই সুবিধার নাম দিয়েছে ‘পেজ অ্যানোটেশন’। এর মাধ্যমে ওয়েবপেজের গুরুত্বপূর্ণ তথ্য নির্ণয় করে তা হাইলাইট করা হয়। হাইলাইট করা অংশে ক্লিক করলে ব্যবহারকারী সরাসরি গুগল সার্চ ফলাফলে পৌঁছে যাবেন। তবে এ প্রক্রিয়ায় ব্যবহারকারী বা ওয়েবসাইট মালিকের পূর্বানুমতি নেওয়া হয় না। বিশ্লেষকদের মতে, এ পদক্ষেপ গুগলের জন্য নতুন করে বিতর্ক সৃষ্টি করতে পারে। বিশেষত সার্চ ও বিজ্ঞাপন ব্যবসা নিয়ে যখন প্রতিষ্ঠানটি বিভিন্ন অ্যান্টিট্রাস্ট মামলার মুখোমুখি হন, তখন এ ধরনের সুবিধা আরও সমালোচনার জন্ম দিতে পারে।


অবশ্য ওয়েবসাইট মালিকদের জন্য এ সুবিধা বন্ধ রাখার সুযোগ আছে। গুগল এ বিষয়ে একটি ফরম সরবরাহ করছে। ফরমটি পূরণ করার পর ৩০ দিনের মধ্যে সংশ্লিষ্ট সাইটে এ সুবিধা বন্ধ হয়ে যাবে। তবে ফরম পূরণের সময় সাইটের সব ধরন, যেমন www এবং non-www, http এবং https এবং সাবডোমেইন উল্লেখ করতে হবে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us