ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে অপশাসনের অবসান ঘটেছে। এসেছে নতুন দিন, নতুন সময়, চাহিদা পূরণ ও নতুন সম্ভাবনা বাস্তবায়নের সুযোগ। মানুষ অতীতকে পেছনে ফেলে সামনে তাকাতে চাইছে। চাইছে সর্বক্ষেত্রে ইতিবাচক সংস্কার অগ্রাধিকার নির্ণয় করে।
সংস্কার মানেই পরিবর্তন আর এটি চলমান। পরিবর্তন এবং নতুন নতুন উদ্ভাবনের তো বিকল্প নেই।
মানুষ জেগেছে। বেড়েছে মানুষের চিন্তাশক্তির পরিধি।মানুষ চাইছে স্বপ্ন, কঠোর পরিশ্রম ও অবিচ্ছেদ্য ইচ্ছা পূরণের নাগরিক হিসেবে নিজেকে প্রমাণ করতে। দেশে একটি বিরাট পরিবর্তন এসেছে। এই পরিবর্তন বুঝতে হবে। ছাত্র, তরুণ-যুবকরাই পরিবর্তনের ‘ভ্যানগার্ড’।