লিগের সেরা গোলরক্ষকই ডাক পান না জাতীয় দলে!

ঢাকা পোষ্ট প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৪, ১৫:৫৯

বাফুফে গতকাল গত মৌসুমে বাংলাদেশ প্রিমিয়ার লিগে সেরা পারফর্মারদের পুরস্কৃত করেছে। বাফুফের বিচারে সেরা গোলরক্ষক হয়েছেন গত মৌসুমে বাংলাদেশ পুলিশ এফসিতে খেলা আহসান হাবিব বিপু। লিগে যিনি সেরা তিনি স্বাভাবিকভাবেই জাতীয় দলে থাকবেন। অথচ বিপু মার্চ-নভেম্বর উইন্ডো কোনো সময়ই জাতীয় দলে ডাক পাননি। 


গোলের খেলা ফুটবল। লিগের সর্বোচ্চ গোলদাতারই আনুষ্ঠানিক স্বীকৃতি ছিল না বাংলাদেশ প্রিমিয়ার লিগে। বাফুফের পেশাদার লিগ কমিটি সেরা খেলোয়াড়, সর্বোচ্চ গোলদাতা, সেরা গোলরক্ষকের পুরস্কার প্রদান করে উৎসাহ ও আকর্ষণ সৃষ্টির পাশাপাশি বিতর্কের জন্মও হয়েছে। বিশেষ করে গোলরক্ষক মনোনয়নে জাতীয় দল চরম প্রশ্নবিদ্ধ অবস্থানে পড়েছে। 


সাবেক জাতীয় ফুটবলার ও কোচ জুলফিকার মাহমুদ মিন্টুর কাছে বিষয়টি দ্বান্দ্বিক সংকটের মতো লাগছে,‘লিগের পারফরম্যান্স দেখে জাতীয় দল গঠন হয়। একজন লিগের সেরা পারফর্মার অবশ্যই জাতীয় দলে থাকবেন। আবার জাতীয় দলে সুযোগ না পাওয়া একজন সেরা হতে পারে না।’ 


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us