শিল্পোন্নত দেশগুলোকে জলবায়ু বিষয়ক প্রতিশ্রুতি রক্ষা করতে হবে

যুগান্তর এরশাদুল আলম প্রিন্স প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৪, ১১:১৬

জলবায়ুবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনগুলো আমাদের জন্য সবসময়ই খুব গুরুত্বপূর্ণ। আর এবারের সম্মেলন (কপ২৯) আরও গুরুত্ববহ। এবারের সম্মেলনের মূল এজেন্ড জলবায়ু তহবিল বা জলবায়ু অর্থায়ন। জলবায়ুর পরিবর্তনজনিত কারণে সর্বাধিক ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় আমরা প্রায় শীর্ষে অবস্থান করছি। আমরা সমুদ্র তীরবর্তী ভাটির দেশ। জলবায়ু পরিবর্তনের প্রায় সব ঝুঁকিই আমাদের ওপর দিয়ে প্রবহমান।


ঝড়, বন্যা, খরা-আমরা এসব প্রাকৃতিক দুর্যোগের শিকার। এখনো যদিও বরফ পড়ে না; প্রচণ্ড শীত ও অতি গরম এখন প্রায়ই হানা দেয়। অর্থনৈতিক সক্ষমতা কম থাকায় এসব দুর্যোগ আমাদের জন্য আরও ভয়াবহ রূপে আবির্ভূত হয়। এর ক্ষতি পুষিয়ে উঠতে আমাদের অনেক সময় লাগে। প্রকৃতির সঙ্গে লড়াই করে আমরা এক ধরনের সক্ষমতা অর্জন করেছি। কিন্তু টেকসই সক্ষমতার জন্য যে আর্থিক বিনিয়োগ দরকার, তার জন্য পর্যাপ্ত অর্থায়ন আমাদের নেই। এবারের জলবায়ু অর্থায়নবিষয়ক কপ২৯ সম্মেলনটি তাই আমাদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us