স্মার্টফোন আমাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। তবে এটি হারিয়ে গেলে অনেকেই বিভ্রান্ত হয়ে পড়েন। নিচে কিছু সহজ পদক্ষেপ দেওয়া হলো, যা স্মার্টফোন হারিয়ে গেলে দ্রুত নিতে পারেন:
নিজেকে শান্ত রাখুন
প্রথমেই নিজেকে শান্ত রাখুন। আতঙ্কিত বা উত্তেজিত হলে সঠিক সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়ে পড়ে।
ফোনের লোকেশন ট্র্যাক করুন
আপনার স্মার্টফোনে যদি ‘Find My Device’ (অ্যান্ড্রয়েড) বা ‘Find My iPhone’ (আইফোন) সক্রিয় থাকে, তাহলে তা ব্যবহার করে ফোনের অবস্থান ট্র্যাক করুন।
অ্যান্ড্রয়েড: [https://www.google.com/android/find](https://www.google.com/android/find)
আইফোন: iCloud-এর মাধ্যমে ট্র্যাক করুন।
ফোনে কল দিন
অন্য কোনো ফোন বা পরিবারের সদস্যের ফোন থেকে আপনার ফোনে কল দিন। যদি ফোনটি কেউ খুঁজে পেয়ে থাকেন, তবে তিনি যোগাযোগ করতে পারেন।