লেবানন থেকে ইসরায়েলের উত্তরাঞ্চলীয় গ্যালিলি এলাকায় প্রায় ২০টি মতো রকেট ছোড়া হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী এ তথ্য নিশ্চিত করেছে। এর আগেও লেবানন থেকে ইসরায়েলে রকেট হামলা চালানো হয়েছে। খবর আল জাজিরার।
টেলিগ্রামে এক পোস্টে বলা হয়েছে, প্রজেক্টাইল এবং কয়েক দফা রকেট দিয়ে হামলা চালানোর কারণে স্থানীয় সময় সকাল ৯টা ৫৮ মিনিট থেকে সকাল ১০টার মধ্যে সাইরেন বেজে উঠেছে। তবে এসব রকেট প্রতিহত করা সম্ভব হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে।