বৈষম্য, আর্থিক অপরাধ ও অর্থনীতির নিরাময়—আমাদের আর্থিক খাতের দৃষ্টিকোণ থেকে আজকের আলোচ্যসূচি নিয়ে বলার চেষ্টা করব। বৈষম্যের ব্যাপারে আমি বলব যে অবশ্যই আমাদের দিক থেকে বৈষম্য দূর করাটা বিশাল একটা চ্যালেঞ্জ। এটা কোনো একটা একক মন্ত্রণালয় বা একক প্রতিষ্ঠানের পক্ষে দূর করা সম্ভব নয়।
এটা সামগ্রিকভাবে; সরকারি, বেসরকারিভাবে করতে হবে। যে নীতিগত, গুণগত পরিবর্তনের কথা আমাদের মুজেরী ভাই (মুস্তফা কে মুজেরী) ও বিদিশা (সায়মা হক) বলেছেন সেগুলোকে বাস্তবায়ন করতে পারলে আমরা এ লক্ষ্যটাকে অর্জন করতে পারব। আমাদের স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদি লক্ষ্যমাত্রা গ্রহণ করতে হবে। দুঃখের বিষয় হলো আমাদের বৈষম্য বেড়েছে। আমাদের সম্পদবৈষম্য আরো বেশি বেড়েছে। এটাকে অস্বীকার করার কোনো উপায় নেই এবং এটাকে অ্যাড্রেস করতে হবে।