‘মাতৃত্ব ভাতার কার্ড’ নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, যুবক গুলিবিদ্ধ

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৪, ১৯:৪২

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় মাতৃত্বকালীন ভাতার কার্ড নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন।


বুধবার দুপুর ২টার দিকে উপজেলার রাজাপুর বাজারে এ ঘটনা ঘটে বলে জানান বড়াইগ্রাম থানার পরিদর্শক মো. সিরাজুল ইসলাম।


আহত মো. রুবেল (২৫) উপজেলার অর্জনপুর এলাকার বাসিন্দা। তিনি বড়াইগ্রাম উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মো. শাহীনের সমর্থক।


পুলিশ ও স্থানীয়রা জানান, গোপালপুর ইউনিয়ন পরিষদ থেকে দেওয়া মাতৃত্বকালীন ভাতার কার্ড নিয়ে বড়াইগ্রাম উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. রনি আহমেদের সমর্থকদের সঙ্গে শাহীনের পক্ষের লোকজনের বাকবিতণ্ডা হয়।


এ ঘটনায় রনির সমর্থকেরা মিছিল নিয়ে বাজারের দিকে গেলে শাহিনের সমর্থকদের সঙ্গে ফের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রনির পক্ষের লোকজন গুলি চালালে রুবেলের বাম হাতে গুলি লাগে। পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us