বরিশালের কাশিপুর এলাকার একটি কারখানায় কয়েক দশক ধরে হাতে বিড়ি তৈরি করছেন ডালিয়া বেগম (৬৫)।
ডালিয়ার প্রয়াত স্বামী জালাল হাওলাদারও একই পেশায় ছিলেন। কয়েক বছর আগে যক্ষ্মায় মৃত্যু হয় তার।
ইদানীং ডালিয়ার প্রায়ই জ্বর জ্বর অনুভূত হয়। তার ছেলে পাশের দোকান থেকে ওষুধ এনে দেন। 'আমার স্বামী যক্ষ্মায় মারা গিয়েছিলেন। এখন আমিও অসুস্থ বোধ করছি,' বলেন তিনি।
ডালিয়া বলেন, 'আমাদের দিন এনে দিন খাওয়া। তিন বেলা খাবার জোগাড় করতে পারি না। ডাক্তার, পরীক্ষা-নিরীক্ষা আমাদের জন্য বিলাসিতা।'
ডালিয়ার এই গল্প আলাদা কিছু নয়; বরিশালের বিড়ি কারখানাগুলোতে তার মতো এমন অনেক শ্রমিক দেখা যায়।