পাকিস্তানে বাড়ছে পোলিও রোগীর সংখ্যা, আন্তর্জাতিক মহলে উদ্বেগ

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৪, ১৭:৩৮

পাকিস্তানে পোলিও রোগীর সংখ্যা বাড়ায় আন্তর্জাতিক মহলে গভীর উদ্বেগ দেখা দিয়েছে। সূত্রের বরাতে পাকিস্তানি সংবাদমাধ্যম এআরওয়াই নিউজ জানিয়েছে, আন্তর্জাতিক সংস্থাগুলো এরই মধ্যে পাকিস্তানকে জরুরি ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে।


এ বিষয়ে পাকিস্তান সরকার দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে। সূত্রমতে, এই সংস্থাগুলোর একটি প্রতিনিধি দল চলতি মাসের শেষের দিকে পাকিস্তান সফর করতে পারে।


ইসলামাবাদের ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথের পোলিও নির্মূল সম্পর্কিত আঞ্চলিক রেফারেন্স ল্যাবরেটরি সম্প্রতি পাকিস্তানে ৪৮তম ওয়াইল্ড পোলিওভাইরাস টাইপ-১ (ডব্লিউপিভি১) শনাক্ত করেছে। গত ৮ নভেম্বর ডেরা ইসমাইল খান (ডিআই খান) জেলায় এক শিশুর শরীরে এই ভাইরাস শনাক্ত করা হয়। প্রসঙ্গত, ডিআই খান দক্ষিণ খাইবার পাখতুনখোয়ার একটি পোলিও-প্রবণ জেলা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us