ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিক বিভিন্ন কাজে স্মার্টফোনেই গুরুত্বপূর্ণ তথ্য, ছবি বা ভিডিও সংরক্ষণ করেন অনেকেই। আর তাই ফোনে গোপনে ম্যালওয়্যার প্রবেশ করিয়ে তথ্য সংগ্রহের পাশাপাশি ব্যবহারকারীদের ওপর নজরদারি করতে থাকে হ্যাকাররা। ফোনে ম্যালওয়্যার সংক্রমণ হয়েছে কি না, তার কয়েকটি লক্ষণ জেনে নেওয়া যাক।
অনাকাঙ্ক্ষিত বিজ্ঞাপন ও অপরিচিত অ্যাপের উপস্থিতি
ফোনের পর্দায় হঠাৎ বিজ্ঞাপন প্রদর্শন বা অপরিচিত অ্যাপের উপস্থিতি ম্যালওয়্যার সংক্রমণের অন্যতম লক্ষণ। আর তাই প্রথমেই ফোনে থাকা অ্যাপের তালিকা যাচাই করতে হবে। অপরিচিত অ্যাপ থাকলেই বুঝতে হবে ফোনে ম্যালওয়্যার প্রবেশ করেছে। শুধু তা–ই নয়, ফোনে ইন্টারনেট ব্যবহারের সময় অপ্রাসঙ্গিক বিজ্ঞাপন দেখা গেলেও সতর্ক থাকতে হবে। কারণ, সন্দেহজনক লিংকে ক্লিক বা অপরিচিত ওয়েবসাইট থেকে অ্যাপ নামালেই ফোনে ম্যালওয়্যার প্রবেশ করে হ্যাকারদের ইচ্ছেমতো বিজ্ঞাপন দেখানোর পাশাপাশি গোপনে তথ্য সংগ্রহ করে পাঠাতে থাকে।