নতুন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে আলোচনায় বসতে চান পুতিন। গত বৃহস্পতিবার এই তথ্য জানান তিনি। সেদিনই পুতিনকে ফোন করেন মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আজ সোমবার ওয়াশিংটন পোস্টের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে এএফপি।
বৃহস্পতিবার ফ্লোরিডায় মার-আ-লাগো এস্টেট থেকে পুতিনকে ফোন করেন ট্রাম্প।
ট্রাম্পের যোগাযোগ বিষয়ক পরিচালক স্টিভেন চিউং এই ফোনকলের বিষয়টি নিশ্চিত করেননি। এএফপিকে এক লিখিত বিবৃতিতে জানিয়েছেন, 'আমরা প্রেসিডেন্ট ট্রাম্প ও অন্যান্য বৈশ্বিক নেতার মধ্যে ব্যক্তিগত ফোন কল নিয়ে কোনো মন্তব্য করি না।'
ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে কয়েকটি সূত্রের কথা উল্লেখ করা হয়, যারা নাম না প্রকাশের শর্তে এই ফোন কলের বিষয়টি নিশ্চিত করেছেন। ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠ এক সূত্র জানান, ফোন কলে পুতিনকে ইউক্রেনে যুদ্ধের মাত্রা আর না বাড়ানোর পরামর্শ দেন ট্রাম্প। একইসঙ্গে, ইউরোপে মার্কিন সেনাবাহিনীর শক্তিশালী উপস্থিতির বিষয়টি মনে করিয়ে দেন রিপাবলিকান পার্টির নেতা।