আফগানিস্তানের সীমান্ত ঘেঁষা অঞ্চল দক্ষিণ ওয়াজিরিস্তানে জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে চার পাকিস্তানি সেনা সদস্য নিহত হয়েছেন।
এ অঞ্চলের দুদিকেই সীমান্ত থাকায় এটি জঙ্গিদের নিরাপদ বিচরণক্ষেত্র বলে পরিচিত।
পাকিস্তানি সেনাবাহিনীর পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, উত্তরপশ্চিম আফগান সীমান্তে জঙ্গিদের সঙ্গে সেনা সদস্যদের সংঘর্ষ দেখা দিলে দুই পক্ষের মধ্যে বেশ কয়েক দফা গুলি বিনিময় হয়। সেখানে চার সেনা সদস্য নিহত হয়েছেন।
প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের কার্যালয় থেকে জানানো হয়েছে, চার সেনার মৃত্যুতে প্রধানমন্ত্রী শোকপ্রকাশ করেছেন। তিনি জঙ্গিদের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখার অঙ্গীকার করেন এবং দেশকে জঙ্গিমুক্ত না করা পর্যন্ত সরকার লড়াই চালিয়ে যাবে বলে ঘোষণা দেন।