বায়ুমণ্ডলে ছড়ানো হবে হীরার ধূলিকণা, শীতল হবে পৃথিবী

প্রথম আলো প্রকাশিত: ০৪ নভেম্বর ২০২৪, ১১:৩৬

জলবায়ু পরিবর্তনের কারণে পৃথিবীর তাপমাত্রা বাড়ছে। আর তাই পৃথিবীর তাপমাত্রা কমাতে নানা কৌশল আবিষ্কারের জন্য কাজ করছেন বিজ্ঞানীরা। এবার পৃথিবীর তাপমাত্রা কমানোর জন্য বায়ুমণ্ডলে সিনথেটিক ডায়মন্ড ডাস্ট বা হীরার ধূলিকণা ছড়ানোর প্রস্তাব দিয়েছেন একদল বিজ্ঞানী। নতুন এ প্রস্তাবের আওতায় প্রতিবছর পৃথিবীর ওপরের বায়ুমণ্ডলে লাখ লাখ টন হীরার ধূলিকণা ছড়ানোর কথা বলা হয়েছে। এতে পৃথিবীর তাপমাত্রা কমবে বলে ধারণা করা হচ্ছে। জিওফিজিক্যাল রিসার্চ লেটার্স জার্নালে বিজ্ঞানীদের এই ভাবনার কথা প্রকাশিত হয়েছে।


পৃথিবীর বায়ুমণ্ডল নানাভাবে চাপের মুখে রয়েছে। কেবল বাতাস থেকে কার্বন অপসারণ করতে সক্রিয়তা হারাচ্ছে বায়ুমণ্ডল। বিভিন্ন গবেষণায় দেখা যাচ্ছে, লাগামহীন অবস্থায় পৃথিবীর উষ্ণতা বাড়ছে। উষ্ণতা কমার কোনো লক্ষণই নেই। এই সমস্যার একমাত্র সমাধান হচ্ছে গ্রহকে শীতল করা। এরই ধারাবাহিকতায় বিজ্ঞানীরা হীরার ধূলিকণা ব্যবহারের একটি ত্রিমাত্রিক জলবায়ু মডেল তৈরি করেছেন। মডেলটিতে বলা হয়েছে, পৃথিবীর তাপমাত্রা কমাতে হীরার ধূলিকণা কাজ করতে সক্ষম।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us