সুষ্ঠু ও অবাধ নির্বাচনের জন্য প্রাতিষ্ঠানিক সংস্কার অপরিহার্য। অন্তর্বর্তী সরকার গঠনের এক মাস পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা বলেন, সংস্কারের মাধ্যমে জাতি হিসেবে নতুন যাত্রা শুরু করতে চায় তাঁর সরকার।
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বর্তমানে দেশ পরিচালনায় নিয়োজিত বাংলাদেশ সরকার জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়নি, সামরিক অভ্যুত্থানের মাধ্যমেও প্রতিষ্ঠা লাভ করেনি। এই সরকার ক্ষমতায় এসেছে একটি রাজনৈতিক সরকারের একনায়কতন্ত্র ও স্বৈরশাসনের অবসানের লক্ষ্যে ছাত্র-জনতার রক্তঝরা অভ্যুত্থানের ফলে।