একবার পূর্ণ চার্জে সর্বোচ্চ ৮০ কিলোমিটার দূরত্ব পাড়ি দিতে সক্ষম নতুন বৈদ্যুতিক বাইক দেশের বাজারে এনেছে ডিএক্স গ্রুপ। চীনের বৈদ্যুতিক বাইক নির্মাতা প্রতিষ্ঠান আইমার তৈরি ‘আইমা এফ-৬২৬’ মডেলের বাইকটির সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪৫ কিলোমিটার। ফলে বাসায় প্রতিদিন ৭ থেকে ৮ ঘণ্টা চার্জ করে নির্দিষ্ট গন্তব্যে স্বচ্ছন্দে চলাচল করা যাবে।
বৈদ্যুতিক বাইকটির সামনের চাকায় ব্যবহার করা হয়েছে ডিস্ক ব্রেক ও রিয়ারে ড্রাম ব্রেক। ৮০০ ওয়াট মোটরযুক্ত বাইকটিতে আরও রয়েছে ৭২ ভোল্ট আর ২২ অ্যাম্পিয়ারের গ্রাফিন লেড-অ্যাসিড ব্যাটারি। শক্তিশালী ব্যাটারিযুক্ত বাইকটির ওজন ১০৬ কেজি। ফলে সহজেই চালানো যায়। দুই বছরের বিক্রয়োত্তর সেবাসহ বাইকটির দাম ধরা হয়েছে ১ লাখ ২৭ হাজার ৫০০ টাকা।