এত ছোট কম্পিউটার আগে আনেনি অ্যাপল

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৪, ২৩:০৭

সম্প্রতি নতুন এক ম্যাক মিনি উন্মোচন করেছে অ্যাপল, যেটি এর পূর্বসূরীর আকারের মাত্র অর্ধেক ও কোম্পানিটির সবচেয়ে ছোট কম্পিউটার।


নতুন ম্যাক মিনির আকার কেবল পাঁচ বাই পাঁচ ইঞ্চি হবে বলে জানিয়েছে অ্যাপল। এটি চলবে কোম্পানিটির সম্প্রতি প্রকাশ পাওয়া এম৪ চিপের পাশাপাশি এম৪ প্রো চিপেও।


অ্যাপলের হার্ডওয়্যার প্রধান জন টার্নাস বলেন, “অ্যাপল সিলিকন বা চিপের শক্তি সক্ষমতা ও উদ্ভাবনী এক নতুন থার্মাল আর্কিটেকচারের কারণে এটি বিস্ময়করভাবে ছোট নকশায় অনেক ভাল পারফরম্যান্স দেবে।”


অ্যাপল বলেছে, অ্যাপলের ম্যাক মিনিই প্রথম কোনো পণ্য, যা উৎপাদনে কার্বন নির্গমন শূন্য। কেবল উৎপাদন নয়, বরং শিপিং এবং ব্যবহারের পরও এর থেকে কার্বন নির্গমন ৮০ শতাংশ পযন্ত কমিয়ে আনা সম্ভব বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us