বিনোদন দুনিয়ার খোঁজখবর রাখলে গল্পটা আপনার চেনা মনে হতে পারে। প্রখ্যাত তারকা এলিজাবেথ স্পার্কলসের গল্প। টিভির এই ফিটনেস শো তারকার ক্যারিয়ার পড়তির দিকে। নিজের ৫০তম জন্মদিনের দিনই সে জানতে পারে যে তার বিকল্প খোঁজা হচ্ছে। মরিয়া হয়ে ব্ল্যাক মার্কেট ড্রাগ নিতে চায় সে। কিন্তু ঘটনা ঠিক তার মতো হয় না। এলিজাবেথ চেয়েছিল, ব্ল্যাক মার্কেট ড্রাগ নিয়ে উন্নততর সংস্করণে হাজির হতে। কিন্তু নিজের সিদ্ধান্ত দুঃস্বপ্ন হয়ে ফিরে আসে।
হচ্ছিল ‘দ্য সাবস্ট্যান্স’ সিনেমার কথা। চলতি বছর কান উৎসবে প্রদর্শিত হওয়ার পর থেকেই কোরেলি ফারজার এই বডি হরর সিনেমার উচ্চকণ্ঠ প্রশংসা করেছেন সমালোচকেরা। গত ২০ সেপ্টেম্বর ওটিটি প্ল্যাটফর্ম মুবিতে মুক্তির পর থেকে সে প্রশংসায় যোগ দিয়েছেন সাধারণ দর্শকও। কিন্তু কী এমন আছে এই সিনেমায়?
আলাপ শুরুর আগে জানিয়ে রাখা ভালো, ‘দ্য সাবস্ট্যান্স’ কিন্তু সবার জন্য নয়। নগ্নতা, সহিংসতা ও বীভৎসতার কারণে ছবিটি কেবলই প্রাপ্তবয়স্কদের জন্য। অনেকের ছবিটি দেখতে গা গুলিয়েও উঠতে পারে। পর্দায় যাঁরা বডি হরর ঘরানার সিনেমা দেখতে অস্বস্তি বোধ করেন, তাঁদের ‘দ্য সাবস্ট্যান্স’ এড়িয়ে যাওয়া ভালো।