নবায়নযোগ্য জ্বালানিনির্ভর বিদ্যুৎ উৎপাদনকারী কোম্পানিকে কর অবকাশসুবিধা দেওয়া হয়েছে। উৎপাদনের তারিখ থেকে পরবর্তী ১০ বছর বিভিন্ন হারে কর অবকাশসুবিধা পাবে ওই সব কোম্পানি। সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ–সংক্রান্ত আদেশ জারি করেছে। এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান এ আদেশে সই করেন।
কর অবকাশসুবিধা পেতে কোম্পানিগুলোকে শর্তও পূরণ করতে হবে। এই শর্ত হচ্ছে—এই ধরনের কর সুবিধা পেতে ওই সব কোম্পানিকে ২০২৫ সালের ১ জুলাই থেকে ২০৩০ সালের ৩০ জুনের মধ্যে উৎপাদনে যেতে হবে।