হঠাৎ করেই গ্যারি কারস্টেন কেন পাকিস্তানের সাদা বলের প্রধান কোচের দায়িত্ব ছাড়লেন—এমন প্রশ্নের উত্তরে ক্রিকেট দুনিয়ার খবর রাখা বেশির ভাগ মানুষই সামনে নিয়ে আসবেন পাকিস্তানের ক্রিকেটের অস্থিরতা আর বিশৃঙ্খলার বিষয়টি। এটা অবশ্যই ঠিক যে পাকিস্তানের ক্রিকেটের এই অস্থিরতা আর বিশৃঙ্খলা নিরন্তর। কিন্তু এবার আসলে এমন কী ঘটেছিল যে এ বছরের জুন মাসে দায়িত্ব নেওয়া দক্ষিণ আফ্রিকার কোচ এত দ্রুত দায়িত্ব ছেড়ে দিলেন!
এ প্রশ্নের উত্তর পাওয়া যাবে পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত আলীর কথায়। নিজের ইউটিউবে করা আলোচনায় কারস্টেনের পাকিস্তানের কোচের পদ থেকে সরে দাঁড়ানোর কারণ বিশ্লেষণ করেছেন বাসিত আলী। সেখানে বেরিয়ে এসেছে, তাঁর কথা উপেক্ষা করে এবং তাঁকে কোনো পাত্তা না দিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) মোহাম্মদ রিজওয়ানকে সাদা বলে দলের অধিনায়ক নির্বাচন করার কারণেই সরে দাঁড়িয়েছেন কারস্টেন।