দেশে থামানোই যাচ্ছে না অপরাধ, বেপরোয়া সন্ত্রাসীরা

কালের কণ্ঠ প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৪, ১০:১১

দেশে বেড়েই চলেছে অপরাধ। প্রতিদিনই একাধিক খুনের ঘটনা ঘটছে। সেই সঙ্গে বেড়েছে ছিনতাই, ডাকাতি। বাসায় হানা দিচ্ছে দুর্বৃত্তরা।


পরিস্থিতি নিয়ন্ত্রণে দফায় দফায় বৈঠক করছে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী। এ অবস্থায় গতকাল সোমবার আইজিপি সারা দেশে চলমান বিশেষ অভিযান আরো জোরদার করার নির্দেশ দিয়েছেন। পুলিশ সূত্রে জানা গেছে এ তথ্য।


গত শনিবার বিকেলে এখানে দুই পক্ষের গোলাগুলিতে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল কিশোর রহমত ওরফে সার্জন। গতকাল সকাল ৮টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে সাম্প্রতিক সময়ে এলাকাটিতে সন্ত্রাসী হামলায় অন্তত ৯ জন নিহত হলো। তাদের মধ্যে নারী, শিশুও রয়েছে।


পুলিশ কর্মকর্তারা বলছেন, মোহাম্মদপুর থানা এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনমনে যে আশঙ্কা তৈরি হয়েছে, তা নিরসন করে স্বাভাবিক পরিস্থিতি বজায় রাখতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) বদ্ধপরিকর।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us