ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বলেছেন, ইসরায়েলের হামলাকে বাড়িয়ে কিংবা খাটো করে দেখা হবে না।
ইসরায়েলের এ হামলাকে ‘ভুল হিসাব-নিকাশ’ অভিহিত করে তিনি বলেন, “দুই রাত আগে ইহুদিদের চালানো এ হামলাকে বাড়িয়ে বা খাটো করে দেখা যেতে পারে না।”
শনিবার ইরানের রাজধানী তেহরান ও পশ্চিমাঞ্চলীয় দু’টি প্রদেশের বিভিন্ন সামরিক স্থাপনায় বিমান হামলা চালায় ইসরায়েল।
ইহুদি দেশটি প্রায় ১০০ যুদ্ধবিমান ব্যবহার করে এ হামলা চালানোর দাবি করলেও ইরান চার সেনা নিহতের পাশাপাশি ‘সীমিত ক্ষয়ক্ষতি’ হয়েছে বলে জানিয়েছে। তবে ইসরায়েল বলছে, তারা ইরানের সামরিক নিশানায় সুনির্দিষ্ট হামলা চালিয়েছে।
ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা জানায়, খামেনি রোববার বলেছেন- “ইরানকে নিয়ে ভুল হিসাব নিকাশ করেছে ইসরায়েল। সেটি ইরানকে শুধরে দিতেই হবে।
“তারা (ইসরায়েল) ইরানকে জানে না। তারা এখনও ইরানি জাতির শক্তি, ক্ষমতা, উদ্যোগ এবং ইচ্ছাশক্তিকে ঠিকমত বুঝতে পারেনি। আমাদেরকে সেটি তাদেরকে বুঝিতে দিতে হবে,” বলেন তিনি।